• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

সাতক্ষীরা পুনাকের উদ্যোগে শীতার্তের মাঝে কম্বল বিতরণ

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২২, ০৩:১৮ এএম

সাতক্ষীরা পুনাকের উদ্যোগে শীতার্তের মাঝে কম্বল বিতরণ

সাতক্ষীরা প্রতিনিধি

পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সাতক্ষীরা’র উদ্যোগে দুস্থ, অসহায়, সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৩ ডিসেম্বর) রাতে শহরের খুলনা রোড মোড়ে শতাধিক শীতার্তের মাঝে কম্বলগুলো বিতরণ করা হয়।


সাতক্ষীরা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সাধারণ সম্পাদক শাহনাজ সুলতানার সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সাতক্ষীরা-এর সভানেত্রী  মোছাঃ মরিয়ম খাতুন। 

কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)  মোঃ সজীব খান। এসময় পুনাক সাতক্ষীরার অন্যান্য সদস্যবৃন্দ ও  জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


প্রধান অতিথি সাতক্ষীরা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সভানেত্রী মোছাঃ মরিয়ম খাতুন বলেন, পুনাক সবসময় অসহায়,সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকে, এবারের শীতেও আমরা অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করছি। এ ধরনের সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সমাজের বিত্তশালীরা এগিয়ে আসলে শীতার্তদের শীতের কষ্ট দূর হবে মন্তব্য করে তিনি প্রচন্ড শীতে অসহায় মানুষের কষ্ট দূর করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

 

সাজেদ/

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ