• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

নড়াইলে যুবকদের মাঝে সনদপত্র বিতরণ করলেন মাশরাফি এমপি

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২২, ০২:৪৭ এএম

নড়াইলে যুবকদের মাঝে সনদপত্র বিতরণ করলেন মাশরাফি এমপি

যুবকদের মাঝে সনদপত্র বিতরণ করছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা

নড়াইল প্রতিনিধি

নড়াইলে প্রতিবন্ধীসহ যুবকদের মাঝে সনদপত্র বিতরণ করেছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা। শুক্রবার (২৩ ডিসেম্বর) বেলা ১১টার দিকে দুর্গাপুর এলাকায় নড়াইল প্রতিবন্ধী অফিস মিলনায়তনে সনদপত্র বিতরণ করেন তিনি।


নড়াইল ডিজঅ্যাবল্ড যুব অর্গানাইজেশন টু ডেভেলপমেন্টের (ডিওযুডি) আয়োজনে হাস-মুরগি পালন বিষয়ে সাতদিনব্যাপী প্রশিক্ষণ শেষে ৩০ জনের মাঝে এ সনদপত্র বিতরণ করা হয়।

এ সময় মাশরাফি বলেন, আপনারা প্রশিক্ষণ নিবেন, স্বাবলম্বী হবেন। আপনারা কারোর কাছে হাত পাতবেন না। আমরা কাজ করছি কিভাবে আরো প্রশিক্ষণের ব্যবস্থা করা যায়। প্রশিক্ষণ নিতে এসে আপনাদের আগে উল্টো ২০০ টাকা করে দিতে হতো। এখন আপনারা দিনপ্রতি ১০০ টাকা করে পেয়েছেন। আপনারা বিভিন্ন মেয়াদে ঋণ পাচ্ছেন। ঋণ নিয়ে যারা ভালো কাজ করেন, তারা নির্দিষ্ট সময়ে ঋণ পরিশোধ করে একটা ভালো ব্যবসাও দাঁড় করাতে পারছেন। এর থেকে ভালো পন্থা আর নেই।
 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-নড়াইল সদর উপজেলা যুব উন্নয়ন কমকর্তা চৌধুরী আশিক এলাহি, ডিওযুডির নির্বাহী পরিচালক ছাব্বির হোসেন, সভাপতি মাহাবুব আলম, ফিল্ড অফিসার জোবায়দা খাতুনসহ অনেকে।

 

সাজেদ/

আর্কাইভ