• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

নীলফামারীতে জামায়াতের আমীরসহ আটক ৭

প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২২, ১০:৫১ পিএম

নীলফামারীতে জামায়াতের আমীরসহ আটক ৭

নীলফামারী প্রতিনিধি

নীলফামারী সদর উপজেলায় গোপন বৈঠক থেকে জামায়াতে ইসলামীর ৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দিনগত রাত ৩টার দিকে সদর উপজেলার কুখাপাড়া ও কচুকাটা ইউনিয়নের দুুহুলী থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন জামায়াতের জেলা নায়েবে আমীর ড. খায়রুল আনাম, সদর উপজেলা ইউনিট সদস্য আব্দুল হান্নান, কচুকাটা ইউনিয়ন আমীর ও ইউপি সদস্য আব্দুল হাইসহ একই ইউনিয়নের নুরুল হুদা, ইসমাইল হোসেন, আতিয়ার রহমান আকালু এবং লোকমান হোসেন।

নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউপ বলেন, জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমানকে গ্রেফতার করার প্রতিবাদে নাশকতামূলক দেশবিরোধী কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে তাদের আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

 

সজিব/এএল


 

আর্কাইভ