• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

গাইবান্ধায় দুই ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত

প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২২, ০৮:৩৩ পিএম

গাইবান্ধায় দুই ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় দুই ট্রাকের সংঘর্ষে ইয়ার আলী (৩০) নামে এক ট্রাকের হেলপার নিহত হয়েছে। শুক্রবার (২৩ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর ভায়া ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কের মৌসুমি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়ার আলী টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার কদমতলা গ্রামের মৃত জামাল উদ্দীনের পুত্র।

স্থানীয়রা জানায়, মৌসুমি ফিলিং স্টেশনের সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে দিনাজপুর থেকে আসা আলুবাহী অপর একটি ট্রাক ধাক্কা দেয়। এতে আলুবাহী ট্রাকের হেলপার ইয়ার আলী দুই ট্রাকের চাপায় আটকে পরে ঘটনাস্থলেই মারা যায়।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফ আনোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই ইয়ার আলী নামে এক ট্রাকের হেলপার নিহত হয়েছে।

 

সজিব/এএল

আর্কাইভ