• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

সৈয়দপুরে অনৈতিক কাজে জড়িত ৩ জন আটক

প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২২, ০৪:৫৯ পিএম

সৈয়দপুরে অনৈতিক কাজে জড়িত ৩ জন আটক

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে আবাসিক হোটেল থেকে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারীসহ তিনজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যার আগে সৈয়দপুর পৌরসভার শহীদ জহুরুল হক রোড়ের আবাসিক হোটেল সম্রাটে অভিযান পরিচালনা করে তাদের আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় হোটেল ম্যানেজারের কাছ থেকে ৯০ পিস কনডম উদ্ধার করা হয়।
আটককৃতরা হলে সৈয়দপুরের কাজীর হাট এলাকার বাসিন্দা মাহাবুব আলীর ছেলে ও হোটেল ম্যানেজার রাজা মিয়া (৪০), মুন্সিপাড়া এলাকার মো. আরজুর ছেলে মো. পারভেজ (২৫) এবং একজন নারী (২২)।

সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আবাসিক হোটেল সম্রাটে অভিযান পরিচালনা করে অনৈতিক অশ্লীল কার্যকলাপের অপরাধে তিনজনকে আটক করা হয়েছে। এ সময় হোটেল ম্যানেজারের কাছ থেকে ৯০ পিস কনডম উদ্ধার করা হয়েছে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুরে কারাগারে পাঠানো হবে।

 

সজিব/এএল
 

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ