• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

টাঙ্গাইলে ট্রাক চাপায় নিহত ২

প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২২, ০৪:৪৭ পিএম

টাঙ্গাইলে ট্রাক চাপায় নিহত ২

টাঙ্গাইল প্রতিনিধি

শুক্রবার (২৩ ডিসেম্বর) সকাল ৯টায়  টাঙ্গাইলের সখীপুর-বাটাজোড় সড়কের পাথার পুরাতন বাজার এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী মামা-ভাগ্নের মৃত্যু হয়।
নিহতরা হলেন- মাসুদ রানা  (২৮) ও শাকিল (১৭)। মাসুদ রানা উপজেলার বাগবেড়া এলাকার ওহাব আলীর ছেলে এবং ভাগ্নে শাকিল আহমেদ  একই গ্রামের আবদুস সালামের ছেলে।
এলাকাবাসী জানায়, সকাল ৯টার দিকে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে সখীপুর-বাটাজোড় সড়কের পাথার পুরাতন বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাকের চাকায় দুজনে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।


স্থানীয় ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ার হোসেন মর্মান্তিক এই দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করে জানান, ট্রাকটি স্থানীয় লোকজন জব্দ করেছে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

এনএমএম/

আর্কাইভ