• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

রাঙামাটিতে ধর্ষণের অভিযোগে আটক যুবক

প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২২, ০৪:১২ পিএম

রাঙামাটিতে ধর্ষণের অভিযোগে আটক যুবক

রাঙামাটি প্রতিনিধি

রাঙ্গামাটির লংগদু উপজেলার নাজমুল হোসেন রানা (২০) নামে এক যুবককে ধর্ষণের অভিযোগে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) ভিকটিমের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়ে সন্ধ্যায় গুলশাখালী ইউনিয়নের শান্তিনগর থেকে হারুন মিয়ার ছেলে নাজমুল হোসেন রানাকে আটক করা হয়।

ভিকটিমের বাবা অভিযোগে জানান, নাজমুল হোসেন রানা তার মেয়েকে বিয়ের আশ্বাসে গত ২১ ডিসেম্বর অপহরণ করে। ওইদিন সন্ধ্যা থেকে মেয়েকে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুজির পর পাশের একটি আমবাগান থেকে মেয়েকে উদ্ধার করেন। পরে তার মেয়ে পরিবারের সদস্যদের জানান তিনি ধর্ষণের শিকার হয়েছেন।

ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম জানান, ভিকটিমের বাবা অভিযোগ করলে তাকে আইনের আশ্রয় নেয়ার পরামর্শ দেন তিনি। ছেলেটি ট্রাক্টরের হেলপার। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছেলেটি নিজের দোষ স্বীকার করেছে।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল উদ্দিন বলেন, ‘ভিকটিমের পরিবার লিখিত অভিযোগ দিলে আমরা অভিযান চালিয়ে নাজমুল হোসেন রানাকে আটক করি। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।’

 

এনএমএম/এএল

আর্কাইভ