• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

রংপুরে সড়ক দুর্ঘটনায় পুলিশের এএসআই নিহত

প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২২, ০৩:৫১ এএম

রংপুরে সড়ক দুর্ঘটনায় পুলিশের এএসআই নিহত

রংপুর ব্যুরো

রংপুরের মিঠাপুকুরে সড়ক দুর্ঘটনায় পুলিশের এক এএসআই নিহত হয়েছেন। নিহত ওই এএসআই’র নাম আলিউল ইসলাম (৩৫)। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সন্ধা ৬টার দিকে মিঠাপুকুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের ফকিরেরহাট রামেশ্বরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী স্থানীয়রা বলছেন, একটি দ্রুতগামী মাইক্রোবাস তাকে পেছন থেকে চাপা দিয়ে চলে যায়। নিহত আলিউল ইসলামের বাড়ি লালমনিরহাট জেলার পাটগ্রামে। তিনি মিঠাপুকুর থানায় কর্মরত ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মিঠাপুকুর থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, আলিউল গোপালপুর ইউনিয়ন বিট অফিসারের দায়িত্বে নিয়োজিত ছিলেন। কাজ শেষ করে সন্ধায় থানায় ফেরার পথে মিঠাপুকুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের ফকিরেরহাট রামেশ্বরপুর এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার লাশ থানায় নিয়ে আসা হয়েছে। কীভাবে তিনি দুর্ঘটনার শিকার হলেন এখন পর্যন্ত স্পষ্ট নয়।

 

এআরআই

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ