রংপুর ব্যুরো
নিখোঁজ হওয়ার আট দিন পর শুক্রবার দুপুরে নিজে নিজেই রংপুরের শ্বশুর বাড়িতে এসে হাজির হন আলোচিত ইসলামি বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান। এরপর খবর পেয়ে বিকেলে পুলিশের হেফাজতে নেয়া হয় তাকে।
পরে পুলিশের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে জানানো হয়, আদনান ব্যক্তিগত কারণে গাইবান্ধায় বন্ধু সিয়ামের বাড়িতে আত্মগোপনে ছিলেন।
এরই মধ্যে শুক্রবার (১৮ জুন) রাত সাড়ে ৯টার দিকে আবু ত্ব-হা মুহাম্মদ আদনান ও তার সঙ্গী আবু মুহিত, গাড়িচালক আমির উদ্দিনকে রংপুর আদালতে নেয়া হয়েছে। সেখানে নিয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কেএম হাফিজুর রহমানের আদালতে তোলা হয় তাদের। ম্যাজিস্ট্রেটের আদেশের পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
রংপুর মহানগর পুলিশের ক্রাইম ডিভিশনের উপ-কমিশনার আবু মারুফ হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আদনান নিখোঁজের ঘটনায় করা জিডি’র আলোকে তিনজনকে আদালতে তোলা হয়েছে। এখন আদালতই এ বিষয়ে করণীয় ঠিক করবেন।
গত ১০ জুন রংপুরে ওয়াজ মাহফিল শেষে ঢাকার বাসায় ফেরার পথে নিখোঁজ হন এই ইসলামি বক্তা। এ ছাড়াও নিখোঁজ হয়েছেন তার সঙ্গে থাকা আবু মুহিত, মোহাম্মদ ফিরোজ ও গাড়িচালক আমির উদ্দীন। এই তিনজনের সঙ্গে আদনানের সখ্যতা ছিল।
আদনাননের পরিবারের অভিযোগ ছিল, গাবতলী থেকে তারা নিখোঁজ হন। পরে আদনানের নিখোঁজ হওয়ার তথ্য জানিয়ে দারুসসালাম এবং মিরপুর থানায় গেলে কোনো থানাই সাধারণ ডায়েরি বা মামলা গ্রহণ করেনি। এ নিয়ে সর্বশেষ রংপুর সদর থানায় একটি জিডি করা হয়।
টিআর/নির্জন
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন