• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

শেরপুরে জীবিত তক্ষকসহ দুই চোরাকারবারি আটক

প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২২, ০৬:৪৬ পিএম

শেরপুরে জীবিত তক্ষকসহ দুই চোরাকারবারি আটক

শেরপুর প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদীতে অবৈধভাবে বন্য প্রাণী পাচারকালে জীবিত বন্য প্রাণী তক্ষকসহ দুই চোরাকারবারিকে আটক করেছে র‍্যাব-১৪।

বুধবার (২১ ডিসেম্বর) রাতে র‍্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়। এর আগে, বিকেলে উপজেলার কর্ণজোড়ার পশ্চিম বাজার সংলগ্ন গরুর হাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

জানা গেছে, আটককৃত মো. সুজন (৩৮)। তিনি উপজেলার মাটিফাটা গ্রামের মৃত আব্দুল রশিদ গাজীর ছেলে এবং মো. আলী হোসেন (২৮)। তিনি উপজেলার মাধবপুর গ্রামের মো. তারা মিয়ার ছেলে।

র‍্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, র‍্যাব-১৪, সিপিসি-১ (জামালপুর) ক্যাম্পের একটি আভিযানিক দল শ্রীবরদী উপজেলার কর্ণজোড়ার পশ্চিম বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় অবৈধভাবে বন্য প্রাণী পাচারকালে জীবিত তক্ষকসহ চোরাকারবারি ওই দুইজনকে আটক করা হয়। আটককৃতদের তথ্যমতে উদ্ধারকৃত তক্ষকের আনুমানিক মূল্য আঠারো লক্ষ টাকা।

র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলার পর শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়েছে।

 

সজিব/এএল

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ