• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

শেরপুরে বিদ্যুৎপৃষ্টে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কৃষকের মৃত্যু

প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২২, ০৪:১৪ এএম

শেরপুরে বিদ্যুৎপৃষ্টে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কৃষকের মৃত্যু

শেরপুর প্রতিনিধি

শেরপুরের ঝিনাইগাতীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে লেবিসন চিরান (৩৩) নামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (২১ ডিসেম্বর) বিকেলে উপজেলার নলকুড়া ইউনিয়নের বারুয়ামারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত চিরান ওই গ্রামের মৃত উকিন্দ্র মারাকের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, লেবিসন চিরান তার বাড়ির পাশের পুকুর থেকে সবজি ক্ষেতে বৈদ্যুতিক পাম্প দিয়ে পানি দিতে যান। 

এসময় অসাবধানতাবসত পাম্পের তারে জড়িয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যান চিরান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি করেন।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল আলম ভূঁইয়া বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

 

সাজেদ/

আর্কাইভ