• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

চুয়াডাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যবসায়ী নিহত

প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২২, ০৩:৪২ এএম

চুয়াডাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যবসায়ী নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা শহরের সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে ট্রাকের চাকায় পিস্ট হয়ে আব্দুল জব্বার (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (২১ ডিসেম্বর) রাত আটটার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহত আব্দুল জব্বার শহরের জোয়ার্দ্দার পাড়ার মৃত বোরহান উদ্দীনের ছেলে।

চুয়াডাঙ্গা সদর থানার এএসআই আশরাফুজ্জামান জানান, আব্দুল জব্বার একটি মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গা বড় বাজারের দিক থেকে রেলবাজারের দিকে যাচ্ছিলেন। এসময় একটি ইজিবাইকের সাথে ধাক্কা লেগে তিনি রাস্তার উপর পড়ে যান। এসময় একই দিক দিয়ে যাওয়া চলন্ত ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহত আব্দুল জব্বার শহরের রেলবাজার এলাকায় একটি মুদি দোকান দিয়ে ব্যবসা করতেন। তার পরিবার এখনো পর্যন্ত থানায় কোনো অভিযোগ করেননি। কোনো অভিযোগ না থাকলে এবং ময়নাতদন্ত ছাড়া পরিবার লাশ নিতে চাইলে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে ময়না তদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতি দেয়া হবে।


এআরআই

আর্কাইভ