• ঢাকা মঙ্গলবার
    ০৩ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১

কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২২, ১২:৫২ এএম

কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে কাভার্ডভ্যানের ধাক্কায় মো: জহিরুল ইসলাম জহির (২৮) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত জহির নোয়াবাজার বেকারীর মালিক ও উপজেলার বাতিসা ইউনিয়নের পাটানন্দী পূর্বপাড়ার হাজী জয়নাল আবেদীনের বড় ছেলে। বুধবার (২১ ডিসেম্বর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নোয়াবাজার এলাকায় এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছন মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ এস এম লোকমান হোসাইন। তিনি বলেন, ‘বুধবার  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নোয়াবাজার এলাকায় চট্টগ্রামগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বাসের জন্য অপেক্ষমান জহির নামে এক পথচারীকে ধাক্কা দেয়। ফলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।’

তিনি আরও বলেন, ‘সংবাদ পেয়ে হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে। এ সময় ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ করা হয়। কাভার্ডভ্যানের চালক ও হেলপার পলাতক রয়েছে। আইনী প্রক্রিয়া শেষে নিহতের লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।’


এআরআই

আর্কাইভ