• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় এক কিশোর নিহত, আহত ১

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২২, ০৭:৪১ পিএম

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় এক কিশোর নিহত, আহত ১

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় রিয়াদ হোসেন (১৩) নামের এক কিশোর নিহত হয়েছে। বুধবার (২১ ডিসেম্বর) সকাল ৯টার দিকে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা নতুন পাড়ার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিয়াদ কার্পাসডাঙ্গার আরামডাঙ্গা গ্রামের ইউনুস বিশ্বাসের ছেলে। এ দুর্ঘটনায় কোমরপুর গ্রামের মিথুন আলীর ছেলে শামিম (১৫) গুরুতর আহত হয়েছেন।  

কার্পাসডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এএসআই মসলেম উদ্দিন জানান, নিহত রিয়াদের পিতা মাইক্রোবাস ভাড়া ব্যবসায়ী। তার ছেলে রিয়াদ ও মিথুন বুধবার সকালে মাইক্রোবাস নিয়ে ঘুরতে বের হয়। মাইক্রোবাস চালাচ্ছিলেন ১৩ বছর বয়সী রিয়াদ। কার্পাসডাঙ্গা গ্রামের নতুনপাড়া মোড়ে পৌঁছে রিয়াদ মাইক্রোবাসের নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি ভেঙে চুর্ণবিচুর্ণ হয়ে যায়। ঘটনাস্থলে মারা যায় রিয়াদ। আহত শামিমকে চিকিৎসার জন্য চিৎলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।  

তিনি আরও জানান, এখনও পর্যন্ত এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেননি। নিয়মতান্ত্রিক পদ্ধতিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অনুমতি দিলে মরদেহ ময়নাতদন্ত ছাড়া দাফনের অনুমতি দেয়া হবে।

 

সজিব/এএল

আর্কাইভ