• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

জানাজার নামাজ পড়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২২, ০৫:০৩ পিএম

জানাজার নামাজ পড়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

মাগুরা প্রতিনিধি

মাগুরায় প্রতিবেশী চাচার জানাজার নামাজ পড়ে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় আইয়ুব আলী শেখ (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলার শ্রীপুর উপজেলার নাকোল তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আইয়ুব আলী শ্রীপুর উপজেলার নাকোল মিনেপাড়া গ্রামের মৃত মধু শেখের ছেলে।
 


নিহতর ছেলে দাউদ শেখ জানান, মাগরিবের নামাজের পর প্রতিবেশী মালেক মিয়ার জানাজা শেষে বাড়ি ফিরছিলেন তারা। এ সময় নাকোল তালতলা এলাকায় রাস্তা পার হবার সময় দ্রুতগতি একটি মোটরসাইকেল তার পিতাকে ধাক্কা দিয়ে চলে যায়। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মাগুরা সদর থানার সাব ইন্সপেক্টর মহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার পর চিকিৎসাধীন অবস্থায় সদর হাসপাতালে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকাই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

সজিব/এএল

আর্কাইভ