• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ক্ষেতলাল উপজেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২২, ০৪:৫৪ পিএম

ক্ষেতলাল উপজেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে ক্ষেতলাল উপজেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা কৃষক লীগের উদ্যোগে উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ২য় অধিবেশনে আনোয়ার হোসেন সভাপতি ও শহিদুল ইসলাম সাধারণ সম্পাদক পদে নাম ঘোষনা করেন জেলা কৃষক লীগের সভাপতি এ্যাড. ফিরোজা চৌধুরী (স্পেশাল পিপি)।

এসময়ে উপজেলা কৃষক লীগের আহবায়ক মাইনুর ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন, কৃষিবিদ মো. সাখাওয়াত হোসেন সুইট, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জালাল সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি দুলাল মিঞা সরদার, উপজেলা কৃষক লীগের যুগ্ম-আহবায়ক আনোয়ার হোসেন, আব্দুস সবুর ও আবু হায়াৎ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর সভাপতি খন্দকার সাজ্জাদ আহমেদ প্রমূখ।

উক্ত ত্রি-বার্ষিক সম্মেলনের শুরুতে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন করা হয়। ১ম অধিবেশন শেষে জেলা কৃষক লীগের সভাপতি এ্যাড. ফিরোজা চৌধুরী বর্তমান আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। দ্বিতীয় অধিবেশন রাতে সিলেকশনের মাধ্যমে ৬১ সদস্য বিশিষ্ট ক্ষেতলাল উপজেলা কৃষক লীগের কমিটি ঘোষণা করেন। ওই কমিটিতে সভাপতি পদে আনোয়ার হোসেন, সহ-সভাপতি আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক পদে শহিদুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুল হামীদের নাম ঘোষণা করা হয়। চলতি ডিসেম্বর-২২ মাসের মধ্যে সিলেকশনের মাধ্যমে অন্য পদে সদস্যদের ঘোষণা করা হবে বলে জানা যায়।

 

 

সজিব/

আর্কাইভ