প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২২, ০২:২৮ এএম
নোয়াখালীর কবিরহাট উপজেলা গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে বসত ঘরে থাকা মো. রাহাদ নামের ৮ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া পুড়ে ছাই হয়েছে ৪টি বসত ঘর।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার চাপরাশীরহাট ইউনিয়নের ৬নং ওয়ার্ড উপদ্দি লামছি গ্রামের সিরাজ কোম্পানির বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রাহাদ কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নের নূর উদ্দিন লিটনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে মা রজ্জবের নেছার সঙ্গে ধানশালিক ইউনিয়ন বাবার বাড়ি থেকে নানার বাড়ি চাপরাশিরহাটে বেড়াতে আসে শারীরিক প্রতিবন্ধী শিশু রাহাদ। প্রতিদিনের ন্যায় দুপুরে গ্যাসের চুলায় রান্না বসিয়ে নানাদের ঘরের লোকজন পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে যায়। দুপুর ২টার দিকে হঠাৎ করে ঘরে থাকা গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুনের সূত্রপাত ঘটে।
মুহূর্তেই আগুন পুরো ঘর ও পার্শ্ববর্তী ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এ সময় আগুনের সূত্রপাত হওয়া খোকনের ঘরে থাকা তার নাতী রাহাদ অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। আগুনে ওই ঘরটি ছাড়াও আরও ৩টি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
চাপরাশীরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহি উদ্দিন টিটু আগুনে এক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে তিনিসহ তার পরিষদের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে বুধবার সকালে ৫০ হাজার টাকা অর্থ সহযোগিতা করা হবে।
কবিরহাট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মুজিবুর রহমান জানান, খবর পেয়ে কবিরহাট স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। কিন্তু এর আগে স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে চলে আসে।
এআরআই