• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

দেশে বীর মুক্তিযোদ্ধাদের বিরোধী কোনো দল থাকবে না: শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২২, ০২:১৬ এএম

দেশে বীর মুক্তিযোদ্ধাদের বিরোধী কোনো দল থাকবে না: শিক্ষামন্ত্রী

নাটোর প্রতিনিধি

দেশে সরকার থাকবে বিরোধী দল থাকবে কিন্তু বীর মুক্তিযোদ্ধাদের বিরোধী কোনো দল থাকবে না এবং স্বাধীনতা বিরোধী কোনো দল থাকবে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুরে নাটোর অনিমা চৌধুরী মিলনায়তনে মহান বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. দীপু মনি বলেন, ‘দেশের মুক্তিযুদ্ধ বিরোধীদের যে কোনো মূল্যে প্রতিহত করা। তাদেরকে আর কোনো ছাড় দেয়া হবে না।’

মহান বিজয় দিবসের আলোচনা সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডা. মো. মশিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস এমপি, নাটোর সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, জেলা পরিষদ চেয়ারম্যান সাজেদুর রহমান খান, মুক্তিযোদ্ধা শিরিন আক্তারসহ ব্যক্তি বর্গ। পরে আলোচনা শেষে এক মনোজ্ঞ সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এআরআই

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ