• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

মাগুরায় দুই শতাধিক ফলদ গাছ কর্তন করেছে দুর্বৃত্তরা

প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২২, ০৯:৫৮ পিএম

মাগুরায় দুই শতাধিক ফলদ গাছ কর্তন করেছে  দুর্বৃত্তরা

মাগুরা প্রতিনিধি

 সামান্য ফল ছেড়ায় বাধা দেয়ায় মাগুরায় এক স্কুল শিক্ষকের দুই শতাধিক বরই (আপেল কুল) এবং পেয়ারা গাছ রাতের আধারে কেটে দিয়েছে একদল দুর্বৃত্ত। 

প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির অভিযোগে মহম্মদপুর থানায় লিখিত অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত শিক্ষক। ঘটনাটি ঘটেছে মহম্মদপুর উপজেলার খর্দ্দফুলবাড়ি গ্রামের স্কুল শিক্ষক সরাফত মোল্লার বরই ও পেয়ারা বাগানে। ক্ষতিগ্রস্ত শিক্ষক সরাফত মোল্লা জানান, গত রোববার বিকেলে তার ছেলে তানিম আহমেদের সঙ্গে গ্রামের বকাটে যুবক তানজিদ, হাসিব ও আরজু তাদের বাগান থেকে বরই ছেড়াকে কেন্দ্র করে কথাকাটা কাটি হয়। 

এ সময় ওই যুবকরা ক্ষেত নষ্ট করার হুমকি দিয়ে চলে যায়। সকালে বাগানে গিয়ে তিনি দেখতে পান তার দুই শতাধিক বরই ও পেয়ারা গাছ রাতের আঁধারে কে বা কাহারা কেটে ফেলেছে। তিনি দোষিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

 

এএল/

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ