• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

কম্বলে আটকে শিশুর মৃত্যু

প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২২, ০৮:১৬ পিএম

কম্বলে আটকে শিশুর মৃত্যু

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর কিশোরগঞ্জে চার মাস বয়সী এক শিশুর কম্বলের নিচে আটকে মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার উত্তর দুরাকুটি জয়নন কোর্ট গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশু হাফিজা আক্তার ওই গ্রামেরই হামিদুল ইসলামের মেয়ে।এলাকাবাসী জানান, সকাল ৬টার দিকে শিশুটির বাবা হামিদুল ইসলাম ঘুম থেকে উঠে মাঠে কাজ করতে যায় এবং মা সাদেকা বেগমও রান্নার কাজে যায়। রান্না শেষে মা সাদেকা বেগম ঘরে গিয়ে দেখেন শিশুটি কম্বলের নিচে অচেতন অবস্থায় পরে রয়েছে। তাৎক্ষণিক শিশুটিকে কিশোরগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

 

এনএমএম/এএল

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ