• ঢাকা বৃহস্পতিবার
    ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা

প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২২, ০৭:৪৯ পিএম

তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা

পঞ্চগড় প্রতিনিধি

শীতের চাদরে ঢাকা পড়েছে সীমান্তবর্তী জেলা পঞ্চগড়। হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় তীব্র শীতে কাতর হয়ে পড়েছেন পঞ্চগড়ের বাসিন্দারা। মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৯ ডিগ্রি সেলসিয়াস।

জানা যায়, ভোর থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে গিয়েছিল পুরো জেলা। ঘন কুয়াশার কারণে জেলার সড়ক-মহাসড়কে ভারী যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। হাড় কাপানো শীত আর ঘন কুয়াশার কারণে কাজে বের হতে পারছেন না শ্রমজীবী মানুষ।

এলাকাবাসী জানান, ঘন কুয়াশা আর বাতাসের জন্য শীত বেড়েছে। ঠাণ্ডার কারণে বাড়ি থেকে বের হতে কষ্ট হয়। মোটা কাপড় গায়ে জড়িয়ে বাইরে বের হতে হচ্ছে।

আবহাওয়ার পূর্বাভাসে জানা গেছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পরতে পারে।

 

এনএমএম/এএল

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ