• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

জনতার সামনে রংপুর সিটির ৯ মেয়রপ্রার্থী

প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২২, ০৩:৪৯ পিএম

জনতার সামনে রংপুর সিটির ৯ মেয়রপ্রার্থী

জনতার সামনে রংপুর সিটির ৯ মেয়রপ্রার্থী

রংপুর ব্যুরো

একই মঞ্চে দাঁড়িয়ে নগরীর উন্নয়নের অঙ্গীকার করেছেন রংপুর সিটি করপোরেশন নির্বাচনের ৯ মেয়রপ্রার্থী। নগরের আধুনিকায়নে নানা প্রতিশ্রুতি আর পরিকল্পনা তুলে ধরেন তারা।

সোমবার (১৯ ডিসেম্বর) নগরীর পাবলিক লাইব্রেরি মাঠে ৯ মেয়রপ্রার্থীকে জনগণের সামনে মুখোমুখি করে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।

আওয়ামী লীগের অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান, জাসদের শফিয়ার রহমান, ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের আমিরুজ্জামান, বাংলাদেশ কংগ্রেসের আবু রায়হান, খেলাফত মজলিসের তৌহিদুর রহমান, জাকের পার্টির খোরশেদ আলম, স্বতন্ত্র প্রার্থী লতিফুর রহমান ও মেহেদী হাসান।

আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট হোসেনে আরা লুৎফা ডালিয়া বলেন, রংপুরের যত উন্নয়ন তা সব আওয়ামী লীগ সরকারের অবদান। রংপুর সিটি এলাকার উন্নয়নের স্বার্থে এবার নৌকার প্রার্থীকে বিজয়ী করতে ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি। জনতার মুখোমুখি হয়ে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট হোসেনে আরা লুৎফা ডালিয়া বলেন, রংপুরের যত উন্নয়ন তা সব আওয়ামী লীগ সরকারের অবদান। রংপুর সিটি এলাকার উন্নয়নের স্বার্থে এবার নৌকার প্রার্থীকে বিজয়ী করতে ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি।

জাতীয় পার্টি মনোনীত মেয়রপ্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, শ্যামাসুন্দরি খাল সংস্কার, যানজট, জলাবদ্ধতা নিরসনসহ একাধিক জনগুরুত্বপূর্ণ বিষয় আমার ইশতেহারে আছে। এসব বাস্তবায়ন করতে পারলেই রংপুর একটি ক্লিনসিটি হিসেবে রূপ পাবে।

স্বতন্ত্র মেয়রপ্রার্থী লতিফুর রহমান মিলন বলেন, সিটি করপোরেশন এলাকায় তরুণ ও তরুণীরা এখনও বেকার। তাদের বেকারত্ব ঘোচাতে আধুনিক কৃষি ব্যবসার পাশাপাশি কার্যকর পরিকল্পনা নেয়া হয়েছে।

জাসদ মনোনীত মেয়রপ্রার্থী অবসরপ্রাপ্ত শিক্ষক শফিয়ার রহমান বলেন, আমরা চাই দুর্নীতিমুক্ত একটি সিটি করপোরেশন গড়ে তুলতে। ভোটাররা সেই সহযোগিতা করলে আশা করি আমি আমার ইশতেহারে থাকা সব বিষয় বাস্তবায়ন করতে পারব।

অনুষ্ঠান পরিচালনা করেন সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। সভাপতিত্ব করেন রংপুর মহানগর সুজনের সভাপতি অধ্যক্ষ ফখরুল আনাম। অনুষ্ঠানে রংপুর সিটির বিভিন্ন পর্যায়ের নাগরিকরা উপস্থিত প্রার্থীদের কাছে পরিকল্পনা নিয়ে প্রশ্ন করেন।

উল্লেখ্য, আগামী ২৭ ডিসেম্বর ২২৯ কেন্দ্রে রংপুর সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

এনএমএম/এএল

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ