• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২২, ১০:৩৬ পিএম

গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ীতে ২ কেজি গাঁজাসহ সাজু মিয়া (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৯ ডিসেম্বর) বিকেলে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, রোববার (১৮ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর-ঢাকা মহসড়কের পলাশবাড়ীস্থ এফকে লাইন নামের একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সাজু মিয়াকে গ্রেফতার করা হয়।

মাদক ব্যবসায়ী সাজু মিয়া নীলফামারী জেলার জলঢাকা উপজেলার হলদিবাড়ী (নতুন বাজার) গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে সাজু মিয়াকে গ্রেফতার করা হয়। এ সময় ব্যাগের ভেতর মোড়ানো ২ কেজি গাঁজা জব্দ করা হয়।

 

সজিব/এএল

আর্কাইভ