• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

কুড়িগ্রামে বিয়ের দাবিতে হিন্দু যুবকের বাড়িতে মুসলিম নারীর অবস্থান

প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২২, ০৪:২৯ পিএম

কুড়িগ্রামে বিয়ের দাবিতে হিন্দু যুবকের বাড়িতে মুসলিম নারীর অবস্থান

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিয়ের দাবিতে হিন্দু প্রেমিকের বাড়িতে অবস্থান করছেন, তানজিলা আলম তানিয়া (২৪) এক মুসলিম নারী। এ ঘটনায় এলাকায় ব‍্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে, উপজেলার পাথরডুবি ইউনিয়নের মইদাম গ্রামে ঘটনাটি ঘটে।

জানা গেছে, শনিবার দুপুর থেকে অমল কুমার মন্ডলের পুত্র অসিম কুমার মন্ডল (২২) এর বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নেন তানজিলা আলম তানিয়া। তিনি টাঙ্গাইল সদরের চৌধুরী মালঞ্চ এলাকার বাসিন্দা। সে ঢাকায় একটি কলেজে লেখাপড়া করার সময় তার বান্ধবীর ছোট ভাই অসিম কুমার মন্ডলের (২২) সঙ্গে পরিচয় হয়।

ভুক্তভোগী ওই নারী জানান, সে বিবাহিত এবং তার একটি সন্তান রয়েছে। পরিচয়ের এক পর্যায় অসিম কুমারের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অসিম মুসলমান হয়ে তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিলে সে তার স্বামীকে ডিভোর্স দেয়। গত ২ বছরে বিভিন্ন সময় আমাদের শারীরিক সম্পর্ক হয়।

এ ছাড়া মোটরসাইকেল কেনাসহ বিভিন্ন কাজের কথা বলে আমার কাছ থেকে কয়েক লক্ষ্য টাকা নিয়েছে অসিম। সম্প্রতি তাকে বিয়ের কথা বললে তার পরিবারের চাপে পড়ে সম্পর্ক অ-স্বীকার করে যোগাযোগ বন্ধ করে দেয়। অথচ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সে আমাকে অসংখ্যবার ধর্ষণ করে। সে আমার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়ায় বাধ্য হয়ে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করেছি।

এ বিষয়ে অভিযুক্ত অসিম কুমারের কাছে জানতে চাইলে তিনি প্রেমের সম্পর্ক অস্বীকার করে জানান, মেয়েটি আমার বড় বোনের বান্ধবী। তার সঙ্গে আমার কোনো প্রেমের সম্পর্ক নেই।

ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

সজিব/এএল

আর্কাইভ