• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

লক্ষ্মীপুরে ওয়ামী বৃত্তি পরীক্ষা সম্পন্ন

প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২২, ০৯:৪৫ পিএম

লক্ষ্মীপুরে ওয়ামী বৃত্তি পরীক্ষা সম্পন্ন

লক্ষ্মীপুর প্রতিনিধি

ছাত্র-ছাত্রীদের মেধা বিকাশে লক্ষ্মীপুর জেলা প্রাইভেট স্কুলসমূহের অ্যাসোসিয়েশন ওয়ামী বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শনিবার জেলার ১৬টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কুলের ৪ হাজার ১শ জন ছাত্র-ছাত্রী এ পরীক্ষায় অংশগ্রহণ করেন। সু-শৃঙ্খলভাবে সকাল ৯টা ৩০ মিনিটে লক্ষ্মীপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়, হাজিরপাড়া হামিদিয়া উচ্চ বিদ্যালয়, রামগঞ্জ, রায়পুর, কমলনগর, রামগতি বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রী ১ম গ্রেডে ১৫শ টাকা, ২য় গ্রেডে ৫শ টাকা, ৩য় গ্রেডে ২শ টাকা হারে নগদ বৃত্তি ও সার্টিফিকেট ক্রেস্ট প্রদান করা হবে। আগামী ১ জানুয়ারি এ পরীক্ষার ফল প্রকাশিত হবে।

 

এএল/

আর্কাইভ