• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

গাজীপুরে পুড়ে যাওয়া দম্পতির মরদেহ উদ্ধার

প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২২, ০৫:০০ পিএম

গাজীপুরে পুড়ে যাওয়া দম্পতির মরদেহ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে অগ্নিদগ্ধ দম্পতির মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৭ ডিসেম্বর) সকালে গাজীপুরের কোনাবাড়ি থানার সিকদারপাড়া এলাকার  শুকুর শিকদারের বাড়ির উদ্ধার করা হয়। শুক্রবার (১৬ ডিসেম্বর) রাতে ওই বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পুড়ে যাওয়া দম্পতি হলো- শফিকুর রহমান ও তার স্ত্রী নাসরিন আক্তার। তাদের বাড়ি নীলফামারী জেলার ডিমলা থানার ডাঙ্গারহাট গ্রামে।


কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আশরাফ উদ্দিন জানান, ৬ তলা বিশিষ্ট বহুতল ভবনের নিচ তলায় ভাড়া থাকতেন ওই দম্পতি। বাড়িটির নিরাপত্তার দায়িত্বে থাকা প্রহরী শনিবার নিচ তলার ফ্ল্যাট থেকে ধোয়া দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেয়। পরে ভেতর থেকে লাগানো স্টিলের দরজা শাবল দিয়ে ভেঙে খাটের উপর থেকে স্ত্রী ও ফ্লোরে থাকা স্বামীর মরদেহ বের করে স্থানীয়রা।

 

এনএমএম/এএল

আর্কাইভ