প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২২, ১১:১৮ পিএম
বেনাপোলের চেকপোস্ট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে শুভেচ্ছা জানিয়ে মিষ্টি উপহার দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে সকাল ৮টার দিকে সীমান্তের চেকপোস্ট নো-ম্যান্সল্যান্ড গেটে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে ১৪৫ বিএসএফকে ৪ প্যাকেট মিষ্টি উপহার দেয়া হয়।
বিজিবির বেনাপোল আইসিপি ক্যাম্পের সুবেদার নজরুল ইসলাম ভারতের পেট্রাপোল বিএসএফ ক্যাম্পের কমান্ডার এস আই শ্রী পাওয়ানের হাতে মিষ্টির প্যাকেট তুলে দেন। এ সময় বিজয় দিবসের শুভেচ্ছাসহ কুশল বিনিময় করেন উভয় বাহিনীর সদস্যরা। বিজিবির পক্ষ থেকে বিজিবি দিবসের অগ্রীম শুভেচ্ছা জানান সুবেদার নজরুল ইসলাম। সেখানে বিজিবি ও বিএসএফের সদস্যরা উপস্থিত ছিলেন।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, সীমান্তে দায়িত্বরত দুই বাহিনী তাদের মাঝে বিরাজমান সম্পর্ক আরও সুদৃঢ় করতে বেনাপোল সীমান্তে বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবগুলিতে একে অপরকে মিষ্টিসহ বিভিন্ন উপহার দিয়ে থাকে।
এনএমএম/এএল