• ঢাকা বৃহস্পতিবার
    ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

পঞ্চগড়ে কুয়াশার কবলে পড়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ , ১৭ যাত্রী আহত

প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২২, ০৯:৫৫ পিএম

পঞ্চগড়ে কুয়াশার কবলে পড়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ , ১৭ যাত্রী আহত

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে ঘন কুয়াশার কারণে বিআরটিসি যাত্রীবাহী বাস ও সাদমান নামে অপর একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ১৭ জন যাত্রী আহত হয়েছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের সাড়ে ৯ মাইল ফুলতলা নামক স্থানে পঞ্চগড় তেতুলিয়া মহাসড়কে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।

স্থানিয়রা জানায়, তেঁতুলিয়ার বাংলাবান্ধা থেকে বগুড়ার উদ্দেশ্যে যাচ্ছিল যাত্রীবাহী বিআরটিসি বাস অপর দিকে পঞ্চগড় থেকে তেঁতুলিয়া যাওয়া সাদমান নামে অপর যাত্রীবাহী বাসটির চালক ঘন কুয়াশার কারণে রাস্তা চিনতে না পেরে নিয়ন্ত্রণ হারিয়ে বিআরটিসি‍‍র সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। দুই বাসের মুখোমুখি সংঘর্ষে  ১৭ জন যাত্রী আহত হয়। 

তেঁতুলিয়া হাইওয়ে থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। আহতরা পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুল হক জানান, সবাইকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা প্রদান করা হচ্ছে।
 

 

সজিব/এএল

আর্কাইভ