• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

বিএনপি-জামায়াতকে রাজনৈতিক অঙ্গন থেকে বের করে দেয়ার সিদ্ধান্ত নিতে হবে : ইনু

প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২২, ০৮:৫৫ পিএম

বিএনপি-জামায়াতকে রাজনৈতিক অঙ্গন থেকে বের করে দেয়ার সিদ্ধান্ত নিতে হবে : ইনু

সাভার প্রতিনিধি

বিএনপি-জামায়াত চক্রকে রাজনৈতিক অঙ্গন থেকে সরাসরি বের করে দেয়ার সিদ্ধান্ত নিতে হবে বলে মন্তব্য করেছেন জাসদের চেয়ারম্যান হাসানুল হক ইনু।

শুক্রবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা অর্পণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

এসময় তিনি বলেন, বিজয়ের ৫১ বছরে অর্থনৈতিক ও অন্যান্য সেক্টরে দেশের অনেক উন্নতি হয়েছে। কিন্তু ৭৫ পরবর্তী সময়ে সামরিক শাসকদের হাত ধরে যেই রাজাকারেরা বাংলাদেশের রাজনীতিতে এসেছে তারা এখনও বাংলাদেশকে অস্বীকার করছে এবং যুদ্ধাপরাধীকে অস্বীকার করছে।

ইনু বলেন, আমি মনে করি সাম্প্রদায়িক জঙ্গিবাদ ও রাজাকার চক্র ও তাদের রাজনৈতিক দোসর বিএনপি এবার সরাসরি সাজাপ্রাপ্ত জঙ্গি ও যুদ্ধাপরাধীদের সাজা বাতিল করার দাবী জানিয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক।

তিনি আরও বলেন, আমি নতুন প্রজন্মকে এবং সকল দেশবাসীকে বলবো যদি বাংলাদেশে রাজনৈতিক শান্তি চান তাহলে অনেক রকম আপোষ হয়েছে এখন আর না। এবার বিএনপি-জামাত চক্রকে রাজনৈতিক অঙ্গন থেকে সরাসরি বের করে দেয়ার সিদ্ধান্ত নিতে হবে। এবং যেকোনো মূল্যে আগামী নির্বাচনে তাদেরকে ভোটের মাধ্যমে প্রতিহত করতে হবে।

 

সজিব/

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ