• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

সেতুর সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২২, ০৫:৩৮ পিএম

সেতুর সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

যশোর প্রতিনিধি

বুধবার রাত সোয়া ১০টার দিকে যশোরের মনিরামপুর উপজেলার কাশিপুর বটতলা এলাকায় মনিরামপুর-রাজগঞ্জ সড়কে সেতুর রেলিঙে  মোটরসাইকেলের ধাক্কা লেগে ছিটকে পড়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

নিহতরা হলেন- উপজেলার মাছনা গ্রামের মুফতি ইসমাইল হোসেনের ছেলে নাহিদ হোসেন (২২) ও মোহনপুর গ্রামের মোস্তাক হোসেনের ছেলে শিহাব হোসেন (১৮)। বুধবার রাতে নাহিদ হোসেন ও শিহাব হোসেন উপজেলার রাজগঞ্জ থেকে একটি মোটরসাইকেলে করে মনিরামপুর-রাজগঞ্জ সড়ক দিয়ে মনিরামপুরে যাচ্ছিলেন। রাত সোয়া ১০টার দিকে কাশিপুর বটতলা এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় তারা মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। সড়কের পাশের খেজুরগাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে তাদের দুজনের মৃত্যু হয়। 

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মনিরুজ্জামান বলেন, সেতুতে মোটরসাইকেলের ধাক্কা লেগে ছিটকে পড়ে গাছের সঙ্গে আঘাতে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

 

এনএমএম/এএল

আর্কাইভ