• ঢাকা রবিবার
    ২৯ ডিসেম্বর, ২০২৪, ১৫ পৌষ ১৪৩১

গাইবান্ধায় বাস চাপায় নিহত ৪

প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২২, ০৩:১৫ পিএম

গাইবান্ধায় বাস চাপায় নিহত ৪

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ি এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় অটোরিক্সায় থাকা চার যাত্রী নিহত হয়েছেন। অটোরিকশা দুমড়ে-মুচড়ে আহত হয়েছেন আরও দুজন।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সাকোয়া মাঝিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা । 

তিনি জানান, সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সাকোয়া মাঝিপাড়া এলাকায় একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে সেটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই তিন যাত্রীর মৃত্যু হয়। এ সময় আহত হন দুজন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হচ্ছে ।

 

এনএমএম/এএল

আর্কাইভ