• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ঝিনাইদহ কুশাবাড়িয়া গ্রামের পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২২, ১০:০৩ পিএম

ঝিনাইদহ কুশাবাড়িয়া গ্রামের পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ কুশাবাড়িয়া গ্রামে পানিতে ডুবে একসঙ্গে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া দুই শিশু হলো কাফিন মুন্সি (৮) ও সাফিন মুন্সি (৬)। তারা ওই গ্রামের শিপন মুন্সির ছেলে। 

স্থানীয়রা জানান, দুপুরে স্কুল থেকে ফিরে বড় ভাই কাফিন তার ছোট ভাই সাফিনকে নিয়ে বাড়ির পাশে খেলা করছিল। এসময় অসাবধানতাবশত তারা পাশের পুকুরে পড়ে যায়। পরে স্বজনরা উদ্ধার করে তাদের সদর হাসপাতালে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফাল্গুনী রানী সাহা বলেন, হাসপাতালে আনার আগেই শিশু দুটির মৃত্যু হয়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

সজিব/এএল

আর্কাইভ