• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

শরীয়তপুরে এক হাজার মোমবাতি জ্বালিয়ে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ

প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২২, ০৫:৩৫ পিএম

শরীয়তপুরে এক হাজার মোমবাতি জ্বালিয়ে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ

দেশজুড়ে ডেস্ক

শরীয়তপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে গতকাল রাতে এক মিনিট নীরবতা পালন এবং ১২টা ১ মিনিটে শহীদদের স্মরণে এক হাজার মোমবাতি প্রজ্বালন করা হয়।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) শরীয়তপুর শহরের চৌরঙ্গীর মোড়ে রাত ১২টা ১ মিনিটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শরীয়তপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে মোমবাতি প্রজ্বালন করা হয়। শরীয়তপুর জেলা প্রশাসনের আয়োজনে মোমবাতি প্রজ্বালন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শরীয়তপুরের জেলা প্রশাসক মো. পারভেজ হাসান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. সাইফুল হক, শরীয়তপুর পৌরসভার মেয়র পারভেজ রহমানসহ জেলা আওয়ামী লীগের নেতাকর্মী ও শরীয়তপুর জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জেলা প্রশাসক মো. পারভেজ হাসান বলেন, ‘দেশকে মেধাশূন্য করতে সেই দিন যারা হত্যাকাণ্ড চালিয়েছে তারাই হচ্ছেন পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম মানুষ।’

আরও পড়ুনঃ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির শ্রদ্ধা

দিবসটি উপলক্ষে ১৪ ডিসেম্বর আলোচনাসভা দোয়া মাহফিলসহ দিনব্যাপী নানা আয়োজন রেখেছে শরীয়তপুর জেলা প্রশাসন ও শরীয়তপুর জেলা আওয়ামী লীগ।

 

 

এনএমএম/এএল

আর্কাইভ