• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

লক্ষ্মীপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২২, ০৯:১০ পিএম

লক্ষ্মীপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল

লক্ষ্মীপুর প্রতিনিধি

জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানকে গ্রেফতারের প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সংগঠনটির জেলা নেতাকর্মীরা।

আজ মঙ্গলবার দুপুরে ভবানিগঞ্জ এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে নেতৃত্ব দেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের সেক্রটারি ফারুক হোসেন নুর নবী। 

এ সময় আর উপস্থিত ছিলেন শহর জামায়াতের আমির আবুল ফারাহ নিশান, জামায়াত নেতা নাছির উদ্দিন মাহমুদ, শহর জামায়াতের সেক্রেটারি জহিরুল ইসলামসহ অনেকে।

এ সময় জেলা জামায়াতের সেক্রেটারি ফারুক হোসেন নুরনবী অবিলম্বে আমিরে জামায়াতের মুক্তির দাবি জানিয়ে তিনি আরও বলেন, ১০ দফা দাবি আদায়ের আন্দোলনকে বাধাগ্রস্ত করতেই আমিরে জামায়াতকে গ্রেফতার করা হয়েছে। সরকারের এই গ্রেফতার, হামলা মামলা শুরু হয়েছে। 

তিনি একইসঙ্গে জামায়াত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সকল নেতা কর্মীদের মুক্তির দাবি জানান।


এএল/

আর্কাইভ