• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

পঞ্চগড়ে সিপিবির বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২২, ০৮:৫৪ পিএম

পঞ্চগড়ে সিপিবির বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

পঞ্চগড় প্রতিনিধি

দুঃশাসন হটানো, ভোটের ও ভাতের অধিকার প্রতিষ্ঠা, পাচারকারী ও ঋণখেলাপীদের কাছ থেকে টাকা উদ্ধার, দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি রোধ করাসহ কয়েকটি দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) পঞ্চগড় জেলা শাখা। 

সোমবার দুপুরে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষীণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে সংগঠটির নেতাকর্মীরা। এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) পঞ্চগড় জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফিরোজা খন্দকার চামেলী, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলামসহ সংগঠনটির নেতাকর্মীরা। 

এ সময় বক্তারা বলেন, দেশে ভোট ও ভাতের অধিকার থেকে মানুষ বঞ্চিত হচ্ছে। দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ নিজের চাহিদা মতো বাজার খরচ করতে পারছে না। একটি পক্ষ দেশ থেকে অর্থ পাচার করে, ঋণ খেলাপী করে বিদেশে টাকা পাচার করছে। 

অন্যদিকে সাধারণ মানুষ তাদের নায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। মানববন্ধনে দেশে চলমান রাজনৈতিক সংকট থেকে জনগণকে মুক্তি দেয়ার দাবিও জানান বক্তারা।
 

 

এএল/

আর্কাইভ