• ঢাকা বৃহস্পতিবার
    ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

সাংবাদিক কামরুল হাসান রুবেলের পিতার ইন্তেকাল

প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২২, ০৪:৩৪ পিএম

সাংবাদিক কামরুল হাসান রুবেলের পিতার ইন্তেকাল

সাভার প্রতিনিধি

ঢাকার সাভারে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‍‍`সিটি নিউজ ঢাকার‍‍` ঢাকা জেলা প্রতিনিধি সাংবাদিক কামরুল হাসান রুবেলের পিতা এবং সাভারের রাজ্জাক প্লাজা শপিং সেন্টারের বিশিষ্ট ব্যবসায়ী ঐতিহ্যবাহী কম্পিউটার টেইলার্সের কর্ণধার মো. আবুল হাশেম মোল্লা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

গতকাল শনিবার (১০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে সাভারের এনাম মেডিকেলে কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শনিনার (১০ ডিসেম্বর) বাদ জোহর সাভার বাসস্ট্যান্ডের রাজ্জাক প্লাজার সামনে প্রথম জানাজা, সাভারের শিমুলতলা এলাকার আল-আমীন জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা সবশেষ তাঁর পৈত্রিক নিবাস ধামরাইয়ের সূয়াপুর ইউনিয়নের রৌহা ঈদগা মাঠে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের মরদেহ দাফন করা হয়েছে।

শোকসন্তপ্ত পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করছেন তার বড় ছেলে কামরুল হাসান রুবেল।

এ ছাড়াও সাংবাদিক কামরুল হাসান রুবেলের পিতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় সাংবাদিক ঐক্যের (এনইউজে) কেন্দ্রীয় কমিটির আহবায়ক দেলোয়ার জালালী, সাভার প্রেস ক্লাবের আহবায়ক জাভেদ মোস্তফা, সাভার মিডিয়া ক্লাবের প্রতিষ্ঠাতা ও এনাম মেডিকেল কলেজের পরিচালক (জনসংযোগ) জাহিদুর রহমান এবং ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান হোসেনসহ অন্যরা।


এএল/

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ