• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

আধুনিক রংপুর সিটি গড়তে নৌকায় ভোট দিন : ডালিয়া

প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২২, ০৮:১২ পিএম

আধুনিক রংপুর সিটি গড়তে নৌকায় ভোট দিন : ডালিয়া

রংপুর ব্যুরো

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার মেয়র প্রার্থী অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া বলেছেন, ‘একটি আধুনিক রংপুর সিটি করপোরেশন গড়তে নগরবাসী এবার নৌকা মার্কায় ভোট দিবেন’।

রোববার (১১ ডিসেম্বর) বেলা ১২টার দিকে মহানগর যুবলীগের আয়োজনে নগরীর সিটি বাজার এলাকায় গণসংযোগে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ডালিয়া বলেন, দেশের অন্যান্য সিটি করপোরেশনের উন্নয়নের দিক থেকে রংপুর সিটি করপোরেশন অনেক পিছিয়ে আছে। তাই এবার পরিকল্পিত উন্নয়ন ও আধুনিক সিটি করপোরেশন গড়ার স্বার্থে নৌকায় ভোট দিবে নগরবাসী।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, মহানগর যুবলীগের সভাপতি সিরাজুম মনির বাশার, সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাব্বির আহমেদ, মহানগর মহিলা লীগের সাধারণ সম্পাদক ইসরাত আরা বন্যা, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান রনিসহ অন্যান্য নেতৃবৃন্দ।


এএল/

আর্কাইভ