• ঢাকা শনিবার
    ২১ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

ময়মনসিংহে বগি লাইনচ্যুত

প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২২, ০৪:১০ পিএম

ময়মনসিংহে বগি লাইনচ্যুত

ময়মনসিংহ ব্যুরো

ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। রোববার (১১ ডিসেম্বর) সকাল ৭টা ৪০ মিনিটে ময়মনসিংহ নগরীর বলাশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ময়মনসিংহ-গৌরীপুর রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

তিন ঘণ্টা বন্ধ থাকার পর ময়মনসিংহে রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। আজ বেলা ১১টার দিকে ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত বগিটি মেরামতের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। লাইনচ্যুত হওয়ার কারণে ময়মনসিংহ-ভৈরব, ময়মনসিংহ-গৌরীপুর, ময়মনসিংহ-মোহনগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। খবর পেয়ে লোকোসেডের উদ্ধারকারী দল সোয়া ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছেন বলে জানিয়েছেন ময়মনসিংহের ট্রেন পরিচালক শাহদাত হোসেন। 

 

তিনি বলেন, সকালে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ‘ময়মনসিংহ এক্সপ্রেস’ ট্রেন ময়মনসিংহ স্টেশন থেকে ছেড়ে বলাশপুর এলাকায় পৌঁছালে একটি বগি লাইনচ্যুত হয়। পরে কেওয়াটখালি লোকোসেডের ইনচার্জকে জানালে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে বগি মেরামতের কাজ শুরু করে। পরে দীর্ঘ তিন ঘণ্টা পর বগিটি উদ্ধার করা হয় এবং ময়মনসিংহ-গৌরীপুর সেকশনে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

 

আরও পড়ুন: বিশ্বকাপের শেষ চারে যারা, দেখে নিন কবে কার খেলা
 

সজিব/

আর্কাইভ