• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

গাইবান্ধায় শুরু হলো নারী উদ্যোক্তা মেলা

প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২২, ০৮:৩৩ পিএম

গাইবান্ধায় শুরু হলো নারী উদ্যোক্তা মেলা

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা শহরের পৌরপার্কে নারী উদ্যোক্তাদের নিয়ে শুরু হলো ৩ দিনব্যাপী মেলা। এ মেলায় ৬০ জন নারী উদ্যোক্তা তাদের নিজস্ব পণ্য স্টলে সুসজ্জিত করেছে।

শুক্রবার (৯ ডিসেম্বর) গাইবান্ধা অনলাইন মার্কেট, জেলা প্রশাসন ও বিসিক গাইবান্ধার আয়োজনে মেলাটির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. অলিউর রহমান।

গ্ল্যামার ইলেকট্রনিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সৌজন্যে মেলা উদ্বোধনকালে উপস্থিত ছিলেন গাইবান্ধা প্রেস ক্লাবের সহ-সভাপতি দীপক কুমার পাল, বিসিক গাইবান্ধার কর্মকর্তাসহ বিভিন্ন মিডিয়াকর্মী ও উদ্যোক্তারা।

মেলার উদ্বোধক মো. অলিউর রহমান ফিতা কেক কেটে মেলা উদ্বোধন করেন এবং প্রতিটি স্টল ঘুরে দেখেন। এ সময় তিনি নিজস্ব উদ্যোগে দেশীয় পণ্য উৎপাদন ও উৎপাদিত পণ্য ব্যবহারের উপর গুরুত্বারোপ করে উদ্যোক্তাদের উৎসাহিত করেন।

মেলার আয়োজক কমিটির সমন্বয়ক মাহবুবা সুলতানা ও গাইবান্ধা অনলাইন এর ফাউন্ডার মু. আমজাদ হুসাইন জানান, প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত মেলা চলবে।


এএল/

আর্কাইভ