• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় দুই ট্রাকচালক নিহত

প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২২, ০৭:৪৬ পিএম

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় দুই ট্রাকচালক নিহত

নরসিংদী প্রতিনিধি

শনিবার (১০ ডিসেম্বর) সকালে নরসিংদীর মাহমুদাবাদে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক দুটির চালক নিহত হয়েছেন। তবে নিহতদের পরিচয় জানা যায়নি। এ সময় আরও একজন গুরুতর আহত হয়েছেন। 

ভৈরব হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হোসেন বলেন, সকালে ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা উপজেলার মাহমুদাবাদ নামাপাড়া এলাকায় ঢাকামুখী শাহ সিমেন্টের পাথরবোঝাই একটি ট্রাকের সঙ্গে সিলেটমুখী অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

আরও পড়ুন: কমলাপুরে হোটেল থেকে হকারের মরদেহ উদ্ধার

‘এ সময় দুটি ট্রাকেরই সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই শাহ সিমেন্টের ওই ট্রাকের চালক নিহত হন। অপর ট্রাকের চালক ভেতরে আটকা পড়ে। এ ছাড়া আরও একজন আহত হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে বেলা ১১টার দিকে দুমড়েমুচড়ে যাওয়া ট্রাকের ভেতর থেকে আটকেপড়া ব্যক্তির মরদেহ উদ্ধার করে।’

তিনি আরও বলেন, নিহতদের মরদেহ ভৈরব হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নেয়া হয়েছে। আহত ওই ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

 

সজিব/এএল

আর্কাইভ