• ঢাকা বৃহস্পতিবার
    ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

কমলাপুরে হোটেল থেকে হকারের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২২, ০৬:৪৬ পিএম

কমলাপুরে হোটেল থেকে হকারের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর কমলাপুর হোটেল ইনসাব থেকে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ উদ্ধারকৃত ওই ব্যক্তির নাম সিদ্দিকুর রহমান (৫০)। তিনি পেশায় একজন হকার ছিলেন। শুক্রবার (৯ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলর মর্গে মরদেহটি পাঠানো হয়।

সিদ্দিকুর রহমান লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার কলচমা গ্রামের মৃত শফিউল্লাহর ছেলে। এক ছেলের জনক তিনি। স্ত্রী-সন্তানসহ পরিবার গ্রামে থাকলেও তিনি একাই ঢাকা থাকতেন। কমলাপুর এলাকায় হকারি করে হেডফোনসহ বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি করতেন তিনি।

মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, হোটেলটির চারতলার ২২৬ নম্বর কক্ষে দীর্ঘ পাঁচ থেকে ছয় মাস যাবৎ অনিয়মিতভাবে থাকতেন সিদ্দিকুর রহমান। চলতি মাসের ৭ তারিখ সবশেষ হোটেলটিতে উঠেন তিনি, যা সিসিটিভির ফুটেজেও দেখা গিয়েছে। এরপর এই ক’দিন তিনি আর রুম থেকে বের হননি।

তিনি জানান, শুক্রবার রাতে যখন হোটেলের ভাড়ার জন্য হোটেল বয় তার রুমে যায়, তখন দরজায় কড়া নাড়লেও কোনো সাড়াশব্দ মেলে না। সাড়াশব্দ না মেলায় তাদের সন্দেহ হলে থানায় খবর দেয়। পরবর্তীতে সেখানে গিয়ে রুমটির দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখা যায়, বিছানায় মৃত অবস্থায় পড়ে আছেন তিনি। এরপর মরদেহটি উদ্ধার করা হয়।

আরও পড়ুন: উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি, নিহত ২

পুলিশের ধারণা, অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এদিকে মৃত সিদ্দিকুরের ভাগিনা ফয়েজ উল্লাহ জানান, পরিবারের সঙ্গে তার তেমন কোনো যোগাযোগ ছিল না তিনি বিভিন্ন হোটেলে এবং রাস্তাঘাটেই থাকতেন। দীর্ঘ ১০-১২ বছর যাবৎ বাড়িতেও যেতেন না।

পুলিশের মাধ্যমে তিনি খবর পেয়ে হোটেলে গিয়ে সিদ্দিকুরের মরদেহ দেখতে পান। তারও ধারণা, অসুস্থতার কারণে তার মৃত্যু হতে পারে।

 

সজিব/এএল

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ