• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে‌র পাশে ককটেল বিস্ফোরণ

প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২২, ০৭:২৯ এএম

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে‌র পাশে ককটেল বিস্ফোরণ

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ কার্যালয়ের পাশে ককটেল হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ২ টার দিকে জেলা রেজিস্ট্রি অফিস ও শিল্পকলা ভবন এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তরা এই হামলা চালায় বলে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহম্মদ সোহেল রানা নিশ্চিত করেন।

আরও পড়ুনঃ ফখরুলের পরিবর্তে গণসমাবেশে প্রধান অতিথি মোশাররফ

তিনি জানান অন্তত ৪ টি শক্তিশালী ককটেলের বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌছালেও নিরাপত্তার খাতিরে দুরে অবস্থান নেয়।  পরে পুলিশের বিশেষজ্ঞ টিম নিয়ে ঘটনাস্থল থেকে পাঁচটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে। নাশকতার অংশ হিসাবে এই বোমা হামলা করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন। পুলিশ দুর্বৃত্তদের আটকে অভিযান শুরু করেছে । 

বিস্তারিত পরে জানা যাবে বলে ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান। 

এদিকে এ ঘটনার প্রতিবাদে শুক্রবার জেলা আওয়ামী লীগ শহরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। আওয়ামী লীগের পক্ষ থেকে এই হামলার জন্য বিএনপিকে দায়ী করা হয়েছে। 

 

সাজেদ/

আর্কাইভ