• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ফেরা হলো না বাড়িতে নাসিমের

প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২২, ০৪:০৩ এএম

ফেরা হলো না বাড়িতে নাসিমের

যশোর প্রতিনিধি

যশোরে বাসের ধাক্কায় নাসিম (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন বাসের ২০ যাত্রী। (৯ ডিসেম্বর) শুক্রবার  বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার পাঁচবাড়িয়া এলাকায় যশোর-মাগুরা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাসিম যশোর সদরের পাঁচবাড়িয়া বিশ্বাসপাড়া গ্রামের শাহাদত মিয়ার ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাসিম বিকেলে যশোর শহর থেকে পাঁচবাড়িয়ায় বাড়ি ফিরছিলেন। এ সময় মাগুরা থেকে যশোরগামী একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তার সঙ্গে থাকা সজিবও আহত হন। এ ছাড়া বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে নামিয়ে দিলে বাসের অন্তত ২০ যাত্রী আহত হয়। তাদের অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আরও পড়ুন: ময়মনসিংহের ফুলপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
 

 

সজিব/

আর্কাইভ