• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

সৈয়দপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২২, ০৯:০৪ পিএম

সৈয়দপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। “দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব” স্লোগানে শুক্রবার সকালে ( ৯ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সৈয়দপুর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির এ আয়োজন করে। সৈয়দপুর উপজেলা পরিষদের হল রুমে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ হাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন। 

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল রায়হান, ভাইস চেয়ারম্যান আজমল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী, ইউপি চেয়ারম্যান ডা. শাহজাদা সরকার, সাংবাদিক সাকির হোসেন বাদল, অধ্যক্ষ লুৎফর রহমান, সুপার আফজাল বিন নাজির, সহকারী শিক্ষিকা শাহাজাদী বেগম প্রমুখ। 

এর আগে উপজেলা পরিষদের সামনে সড়কে মানববন্ধন করা হয়। এতে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, এনজিও প্রতিনিধি, সামাজিক সংগঠনের সদস্য, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীরা অংশ নেয়।


এএল/

আর্কাইভ