• ঢাকা বৃহস্পতিবার
    ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

নড়াইলে শিশুদের কাগজের শিল্পকর্ম প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২২, ০৫:০৭ পিএম

নড়াইলে শিশুদের কাগজের শিল্পকর্ম প্রতিযোগিতা অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধি

নড়াইলে কাগজের তৈরি শিল্পকর্ম প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মনিকা একাডেমির আয়োজনে গতকাল বিকেলে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শহরের ভওয়াখালী এলাকায় একাডেমি কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রথম থেকে পঞ্চম শ্রেণির ২০ জন শিশু অংশগ্রহণ করে।

মনিকা একাডেমির পরিচালক সবুজ সুলতানের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দীপ্ত মনিকার সদস্য কবি সাদিয়া জাহান, তুলি আক্তার রিমা, সাদিয়া আক্তারসহ মনিকা একাডেমির সদস্যরা।

শিল্পী সবুজ সুলতান বলেন, শিশুদের লেখাপড়ার পাশাপাশি শিল্পকর্ম ও সৃজনশীল কাজের বিকাশ ঘটাতে আমাদের এ আয়োজন। শিশুদের তৈরি কাগজের শিল্পকর্মের মধ্যে ছিল-ফুল নকশা, শাপলা ফুল, চাঁদনী রাতের দৃশ্য, পাঠশালার দৃশ্য, হাতপাখা, জবাফুল ও ফুলদানি।  
 

 

এএল/

আর্কাইভ