• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

তেঁতুলিয়ায় ১২ দশমিক ৩ ডিগ্রি তাপমাত্রা

প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২২, ০৪:২৩ পিএম

তেঁতুলিয়ায় ১২ দশমিক ৩ ডিগ্রি তাপমাত্রা

পঞ্চগড় প্রতিনিধি

উত্তরের জনপদ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল ৯টায় এ তাপমাত্রা রেকর্ড করা হয়।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ জানান, কয়েক দিন ধরে পঞ্চগড়ে তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করেছে। জানা গেছে, উত্তরের হিমেল বাতাসের কারণে পঞ্চগড়ে শীতের তীব্রতা বাড়ছে। দিনে তাপমাত্রা স্বাভাবিক থাকলেও বিকেল হতেই সেই তাপমাত্রা প্রায় অর্ধেকে নেমে আসছে।

আরও পড়ুন: হাজারীবাগে দুই সন্তানকে হত্যার পর আত্মহত্যা করলেন মা

সরেজমিন দেখা গেছে, শীত থেকে রেহাই পেতে পঞ্চগড়ের বাসিন্দারা মোটা কাপড় পরে চলাফেরা করছেন। এদিকে শহরের  বিভিন্ন জায়গায় বসা মৌসুমি শীতের কাপড়ের দোকানগুলোতে বেড়েছে বেচাবিক্রি।

শীতের কাপড় কিনতে আসা শহরের কামাতপাড়া মহল্লার গৃহিণী ডলি ও রৌশনাবাগ গ্রামের মাহাবুবা জানান, এবার শীত বেশি অনুভূত হচ্ছে। তাই গরম কাপড় কিনতে হচ্ছে তাদের।

 

সজিব/এএল

আর্কাইভ