প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২২, ০৯:০২ পিএম
টেকনাফে দেশীয় অস্ত্রসহ দুই যুবককে আটক করেছে ১৬ এপিবিএন। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বেলা ১১টায় এক বার্তায় তথ্যটি নিশ্চিত করেন ১৬ এপিবিএন। বুধবার রাত সাড়ে ১১টার দিকে টেকনাফ লেদা ক্যাম্পে নিয়মিত টহলরত ছিল এপিবিএনের সদস্যরা। নিয়মিত টহলের সময় ক্যাম্প ২৪-এর ১৪ নম্বর ব্লকে সন্দেহজনক চলাফেরা করতে দেখে দুজনকে আট করা হয়। এ সময় দেহ তল্লাশি করে রবিউল হাসানের নিকট হতে দেশীয় তৈরি একটি ওয়ান শুটারগান এবং দেলোয়ার হোসেনের কাছে থেকে একটি রামদা উদ্ধার করে।
আরও পড়ুন: গাজীপুরে তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ড
আটককৃতরা হলেন- রবিউল হাসান (২৩) ও দেলোয়ার হোসেন (২০)। দুজনই টেকনাফের স্থানীয় বাসিন্দা। জিজ্ঞাসাবাদে আটক রবিউল হাসান ও দেলোয়ার হোসেন জানিয়েছে, তারা দুজনই স্থানীয় সন্ত্রাসী রুবেল গ্রুপের সক্রিয় সদস্য।
আটক দুজনকে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের পর বৃহস্পতিবার সকালে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান ১৬ এপিবিএন।
সজিব/এএল