• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

নিজের শরীরে আগুন দিলেন এক যুবক

প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২২, ০৫:৫৫ পিএম

নিজের শরীরে আগুন দিলেন এক যুবক

রাজশাহী ব্যুরো

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ক্যাম্পাসে নিজ শারীরে আগুন দেয়া সাইফুর রহমান রাফি (৩১) নামে এক যুবক মারা গেছেন। বুধবার (০৭ ডিসেম্বর) মধ্যরাতে রামেকের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে বুধবার সন্ধ্যা ৭টার দিকে রামেক ক্যাম্পাসের নুরুন্নবী হোস্টেলের সামনে তিনি নিজের গায়ে আগুন দেন। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। 

 

রামেক হাসপাতালের বার্ন ইউনিটের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. আফরোজা নাজনীন বলেন, আগুনে রাফির শরীরের ৯৯ শতাংশের বেশি পুড়ে গিয়েছিল। হাসপাতালে নেয়ার ঘণ্টা দুয়েক পরেই তার মৃত্যু হয়। রাত ১টার দিকে পরিবারের সদস্যরা মরদেহ বাড়ি নিয়ে গিয়ে দাফন করেন।

আরও পড়ুন: কুমিল্লা হানাদারমুক্ত দিবস আজ

ডা. আফরোজা আরও জানান, তার মা জানিয়েছেন যে রাফি মানসিকভাবে অসুস্থ ছিলেন। কোথাও কাজে যোগ দিলেও করতে পারতেন না। চার-পাঁচ বছর ধরে মানসিক রোগ বিশেষজ্ঞের কাছে তার চিকিৎসা চলছিল। মানসিক অসুস্থতার কারণে তিনি আত্মহত্যা করেছেন।


 

 

সজিব/

আর্কাইভ