প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২২, ০৮:৫৯ পিএম
নরসিংদীর শেরপুরে একটি কলাবাগানে জোড়া খুনের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। অনলাইন জুয়া খেলার টাকা লেনদেনের বিরোধ ও নারীঘটিত জেরে এ জোড়া খুনের ঘটনা ঘটেছে বলে পুলিশকে জানিয়েছে গ্রেফতারকৃতরা।
বুধবার (৭ ডিসেম্বর) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন। এর আগে মঙ্গলবার রায়পুরা থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: দেয়ালচাপায় আট বছর বয়সী শিশুর মৃত্যু
গ্রেফতারকৃতরা হল- রায়পুরা থানার শেরপুর পশ্চিম পাড়ার মিল্লাত হোসেন বাইজিদ ওরফে কামরুল (১৮) ও শেরপুর কান্দাপাড়ার কাউসার (২৫)।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার জানান, মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা কলা বাগান থেকে উদ্ধার হওয়া মুখমণ্ডল বিকৃত করা দুই মরদেহের পরিচয় শনাক্ত করেন। পরে ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় রায়পুরার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কামরুল ও কাউসারকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জোড়া খুনের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারাসহ মোট ৬ জন এ হত্যায় অংশগ্রহণ করে বলেও জানায়। অনলাইন জুয়া খেলার টাকা-পয়সা লেনদেনের বিরোধ ও নারীঘটিত প্রণয় সংক্রান্ত বিষয়ের জেরে দুইজনকে কুপিয়ে হত্যা করা হয়।
গ্রেফতারকৃতদের স্বীকারোক্তি ও দেখানো মতে হত্যায় ব্যবহৃত একটি ছোড়া জব্দ করেছে পুলিশ।
এ ছাড়া ঘটনাস্থলে পাওয়া প্রায় অর্ধেক ধূমপান করা সিগারেটের সঙ্গে আসামি কাউসারের কাছে আটকের সময় প্রাপ্ত সিগারেটেরও মিল পাওয়া গেছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।
এর আগে গত সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে রায়পুরার আদিয়াবাদ ইউনিয়নের শেরপুর এলাকার একটি কলাবাগান থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
সজিব/এএল