• ঢাকা শনিবার
    ২১ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

প্রেমিকাকে ধর্ষণ, যুবক আটক

প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২২, ০৫:২৮ পিএম

প্রেমিকাকে ধর্ষণ, যুবক আটক

শেরপুর প্রতিনিধি

প্রেমের পর এক কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাজ্জাদুল ইসলাম সাজু (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৬ ডিসেম্বর) রাতে চট্টগ্রামের পতেঙ্গা এলাকা থেকে সাজুকে গ্রেফতার করা হয়। পরে মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিকেলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়। সাজু সদর উপজেলার বেতমারী পশ্চিমপাড়া গ্রামের হাফিজুর রহমান ও ছাহেরা বেগমের ছেলে।


এর আগে এ ঘটনায় গত ৭ অক্টোবর সদর থানায়  ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাজ্জাদুল ইসলাম সাজুর বিরুদ্ধে মামলা করেন। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরীকে প্রাইভেট পড়াতেন। এ সুবাদে সাজ্জাদুল ইসলাম সাজুর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর কিশোরীকে বিয়ের আশ্বাস দিয়ে গত ২৫ সেপ্টেম্বর রাতে সদর উপজেলার একটি বাসায় নিয়ে সাজ্জাদুল ধর্ষণ করে। পরে সাজ্জাদ অন্যত্র  বিয়ে করে। এরপর ওই কিশোরী তার অভিভাবকদের ধর্ষণের ঘটনাটি জানায়।

আরও পড়ুন: কুমিল্লায় অটোরিকশায় ট্রেনের ধাক্কা, নিহত বেড়ে ৪

পরে কিশোরীর বাবা বাদী হয়ে সাজ্জাদুল ইসলামের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। এরপর তথ্যপ্রযুক্তি ও অনুসন্ধানের মাধ্যমে পুলিশ অভিযান চালিয়ে চট্টগ্রামের পতেঙ্গা থেকে সাজ্জাদকে গ্রেফতার করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বলেন, গ্রেফতার সাজ্জাদুল ইসলামকে পাঁচ দিনের রিমান্ড আবেদন সহকারে আদালতে সোপর্দ করা হয়। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

 

 

সজিব/

আর্কাইভ